ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

তাদেরকেও এক কাপড়ে বের করে দেবে জনগণ : খালেদা জিয়া

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০৯:০৫ পিএম


loading/img

আমি যে বাড়িতে ৪০ বছর ছিলাম, সে বাড়ি থেকে এক কাপড়ে আমাকে বের করেদেয়া হয়েছে। মওদুদ আহমদ ৩০ বছর এ বাড়িতে আছেন। সেখান থেকে তাকে বের করা হয়েছে। সব হিসেব রাখা হচ্ছে। তাদেরকেও এক কাপড়ে বের করে দেবে জনগণ।  বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  

বিজ্ঞাপন

বুধবার বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বাজেটে লাভবান হবে ক্ষমতাসীনরা। দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে সবাই তাতে অংশ নেবে না। মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। কমিশন চাইলেও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তাই শেখ হাসিনাকে সরিয়েই নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |